Thursday, March 8, 2007

ইন্টারনেট বাংলা

বাংলা Wikipedia:

বাংলা দক্ষিণ এশিয়ার পূর্বপ্রান্তের একটি ভারতীয় আর্য ভাষাসংস্কৃত, পালিপ্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষার উদ্ভব হয়েছে।

বাংলা দক্ষিণ এশিয়ার পূর্বে অবস্থিত বঙ্গ বা বাংলা নামক অঞ্চলের মানুষের মুখের ভাষা। এ অঞ্চলটি বর্তমানে রাজনৈতিকভাবে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশভারতের রাজ্য পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত। প্রায় ২০ কোটি মানুষের মাতৃভাষা বাংলা বিশ্বের বহুল প্রচলিত ভাষাগুলোর মধ্যে একটি (ভাষাভাষীর সংখ্যানুসারে এর অবস্থান চতুর্থ থেকে সপ্তমের মধ্যে)। বাংলা বাংলাদেশের প্রধান ভাষা; ভারতে বাংলা দ্বিতীয় সর্বোচ্চ কথিত ভাষা । অসমীয়া ও বাংলা ভৌগলিকভাবে ইন্দো-ইউরোপীয় ভাষাসমূহের সবচেয়ে পূর্বে অবস্থিত।



Google e search kore ei site tai pratham elo.. pore dekhlam chat room o ache Banglate

বাংলা Chat: #Banglalive.Com

No comments: